দর্পণ ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের আগেভাগে বিদায়ের পর থেকেই গুঞ্জন রটেছিল অধিনায়কত্ব হারাচ্ছেন সরফরাজ আহমেদ। তবে বিশ্বকাপের পর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব ধরে রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারলেন না ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে তীব্র সমালোচনার মুখে পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সরফরাজকে। ফর্মহীনতার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে শুক্রবার বিবৃতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান আজহার আলী। এই সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক তারকা ব্যাটসম্যান বাবর আজম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্ব পেয়েছেন তিনি।

বর্তমানে ৭ নম্বর র‌্যাংকিংধারী দলটি সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টিতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়। টেস্টেও সময় পক্ষে নেই। এছাড়া গত ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাঠেও ৩-০ তে হারে। এর আগে নিউজিল্যান্ডের কাছে সংযুক্ত আরব আমিরাতে ‘হোম’ টেস্ট সিরিজ হারে ২-১ ব্যবধানে।

বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকের অবসরের পর দলের নেতৃত্ব পান সরফরাজ। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অধীনে ১৩ টেস্ট খেলে মাত্র ৪টি জয়ের স্বাদ পায় পাকিস্তান, হারে ৮টিতে। মূলত অধিনায়কের ফর্মহীনতায় ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলটির ভরাডুবি হচ্ছে বলে মনে করছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। তাই দুই ফরম্যাটে নতুন ছন্দ দিতে অধিনায়ক পরিবর্তনের মতো কঠিন সিদ্ধান্ত নিলো পাক ক্রিকেট বোর্ড। সূত্র: ক্রিকইনফো