দর্পণ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পুরস্কার পাওয়ায় আনন্দ র‌্যালি বের করে উপজেলা হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এ বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হক খান, স্বাস্থ্য পরিদর্শক আ. লতিফ, হেলথ অ্যাসিস্টেন্ট শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য সহকারী মো. রফিকুল ইসলাম প্রমুখ।