দর্পণ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সমবায়ের তাঁতিদের হাতে বোনা রেশমের প্রতিকৃতি উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন দুই রাষ্ট্রপ্রধান তাজ ফিশারম্যানের কোভ রিসর্ট এবং স্পায়ের ‌’মাচান’-এ মুখোমুখি বৈঠক করেন। মধ্যাহ্নভোজের সময় এই উপহার শি জিনপিংকে হাতে তুলে দেন মোদি।

জানা গেছে, খাঁটি তুঁতের রেশম এবং সোনার জরি দিয়ে ওই প্রতিকৃতি তৈরি করা হয়েছে। লাল রঙের জমির ওপর পুষ্পশোভিত ওই প্রতিকৃতিটি সম্পূর্ণ করতে সময় লেগেছে পাঁচ দিন।

প্রজন্মের পর প্রজন্ম ধরে রেশম বস্ত্রে সূক্ষ্ম শিল্প ফুটিয়ে তুলছেন ভারতের তাঁত শিল্পীরা। তাদের হাতের কাজে নমুনা তুলে ধরতেই শি জিনপিংকে দেয়ার জন্য এই উপহারটি বেছে নেয়া হয়েছে।
তামিলনাড়ুতে রেশম বস্ত্রের ঐতিহ্য কয়েকশ শতাব্দী প্রাচীন।