দর্পণ ডেস্ক : ইংল্যান্ড দীর্ঘ বিরতিতে কোনো ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্বে হার দেখলো। ম্যাচের শুরুতেই গোল করে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখারই ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। পরে দুই গোল হজম করে হারের স্বাদ পায় ইংলিশরা। ইউরো বাছাইপর্বে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পায় চেক প্রজাতন্ত্র।

ফুটবলের বাছাই পর্বে দীর্ঘ ১০ বছর ১ দিন পর হার দেখলো ইংল্যান্ড। ২০০৯ সালের অক্টোবরে ইউক্রেনের বিপক্ষে সর্বশেষ কোনো টুর্নামেন্টের বাছাই পর্বে হার দেখেছিল ইংলিশরা। এদিন ম্যাচ হারলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ‘এ’ গ্রুপে ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট সংগ্রহ ইংল্যান্ডের। আর চেক রিপাবলিকের পয়েন্টও সমান ১২। তবে তারা খেলেছে ৬ ম্যাচ এবং পিছিয়ে আছে গোল ব্যবধানে।

শুক্রবার প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ইংলিশদের উল্লাস টিকে থাকে মাত্রই ৪ মিনিট। ম্যাচের নবম মিনিটেই গোল শোধ করে দেয় চেক রিপাবলিক। আর খেলা শেষের ৮৫ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে ইংলিশদের থমকে দেন চেক প্রজাতন্ত্রের বদলি খেলোয়াড় জেডনেক আন্দ্রাসেক।