দর্পণ ডেস্ক : পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে সুবিধা বাড়াতে বঙ্গবন্ধুর সেতুর পার্শ্বে জানুয়ারিতে দুই লাইন বিশিষ্ট ডুয়েল গেজের রেলসেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি একটি রেললাইন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করেছে রেল মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন হলে রংপুর থেকে ঢাকার দুরুত্ব কমবে প্রায় ১’শ কিলোমিটার। আগামী ১৬ অক্টোবর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের ৩টি নতুন ট্রেন চলাচলের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে রংপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, নতুন রেললাইন নির্মাণ না হওয়া পর্যন্ত রেলের শিডিউল বিপর্যয় হবে। আধুনিক রেল সুবিধা নিশ্চিতের পাশাপাশি রেল ভ্রমণের ভাড়া বাড়ারও ইঙ্গিত দেন তিনি। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার কথা মনে রেখে প্রধানমন্ত্রী রেল বিভাগকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসেবে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ঢেলে সাজানো হবে। কুড়িগ্রাম থেকে চালু হবে নতুন কুড়িগ্রাম এক্সপ্রেস। পর্যায়ক্রমে উত্তরাঞ্চলের সব রেলরুট ডুয়াল গেজে রূপান্তর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীরসহ অন্যরা।