গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নব
গঠিত আহবায়ক কমিটি নিয়ে চলছে সোরগোল। প্রতিদিন দলীয় কার্যালয়ে সহযোগী
সংগঠন ও শুভাকাঙ্খীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নগ গঠিত এ কমিটির
আহবায়ক এমপি পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। তবে নবগঠিত এ ১১ সদস্যের
মহিলা আ’লীগের কমিটিতে উপজেলা বিএনপি’র সাবেক সভানেত্রী রাশিদা বেগমকে
সদস্য করায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন এমপি
পত্নী ছাড়া সাবেক সাংসদ মাহবুব অনুসারীদের নিয়েই করা হয়েছে এ আহবায়ক
কমিটি। আবার কেউ ভিন্ন মতও প্রকাশ করেছেন এ নিয়ে।


দলীয় সূত্রে জানা যায়, জেলা মহিলা আ’লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা
হেলেন ও সাধারন সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবী ১৫ জুলাই ২০১৯ উপজেলা
আ’লীগের প্যাডে ১১ সদস্য বিশিষ্ট মহিলা আ’লীগের এ আহবায়ক কমিটির অনুমোদন
দেয়। এতে আহবায়ক করা হয়েছে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান’র
সহধর্মীনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকে এবং সদস্য সচিব করা হয়েছে বিলকিস
জাহানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোসা: জোস্না মাহমুদ, সালমা কবির,
রুবিনা ইসলাম, শুভ্রা চক্রবর্তী, রাশিদা বেগম, মোসা: মনোয়ারা বেগম,
শাহিদা পারভীন, মাহাবুবা মালা ও নিগার সুলতানা। সম্প্রতি এ আহবায়ক কমিটি
প্রকাশ করে তৃনমূলের কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা আ’লীগ সূত্র জানায়, মহিলা আ’লীগের
দু:সময়ের ত্যাগী নেত্রী শিক্ষিকা নমিতা দত্ত, সাবেক পৌরসভা কাউন্সিলর
লাইজু হেলেন লাকী ও বর্তমান কাউন্সিলর উম্মে তামিমা বিথী সহ অনেককেই
অন্তর্ভূক্ত করা হয়নি এ আহবায়ক কমিটিতে। যেখানে অন্তর্ভূক্ত করা হয়েছে
সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা সহ বিএনপি’র সাবেক মহিলা দল
সভানেত্রীকে।

এ নিয়ে উম্মে তামিমা বিথী’র মন্তব্য জানতে চাইলে বিথী বলেন, মনের কথা মনেই থাকুক।

আ’লীগ নেত্রী বিলকিস জাহান বলেন, ’উপজেলা মহিলা আ’লীগের কমিটিতে শিক্ষিকা
নমিতা দত্ত, লাইজু হেলেন লাকী ও  উম্মে তামিমা বিথী অবশ্যই তাদের মেধা ও
সাংগঠনিক দক্ষতা অনুযায়ী পদ পাবেন। এছাড়া রাশিদা বেগম দশম জাতীয় সংসদ
নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আ’লীগে আনুষ্ঠানিক ভাবে যোগ
দেয়।’