দর্পণ ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও অভিনয় করেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সাই রা নরসিমহা রেড্ডি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এতে তার অভিনয় ভক্ত-সমালোচকদের প্রশংসাও পেয়েছে। তবে সিনেমাটির প্রযোজক রাম চরণের স্ত্রী উপাসনা কনিদেলা মনে হয় একটু বেশিই মুগ্ধ হয়েছেন। তাই তামান্নাকে একটি হীরার আংটি উপহার দিয়েছেন তিনি।

স্পটবয় ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আকারের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহৎ হীরা। মূল্য প্রায় ২.০২ কোটি রুপি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে আংটি পরা অবস্থায় তামান্নার একটি ছবি পোস্ট করেছেন উপাসনা। ক্যাপশনে লিখেছেন, প্রযোজকের স্ত্রীর কাছ থেকে তামান্নাকে উপহার। খুব মনে পড়ছে। শিগগির দেখা হবে।

রি-টুইটে তামান্না লিখেছেন, এই আংটি অনেক স্মৃতিবিজড়িত হয়ে থাকবে। অনেকদিন পর দেখা হয়ে ভালো লেগেছে। খুব শিগগির দেখা হবে সেই অপেক্ষায় থাকলাম।

ভারতের স্বাধীনতা সংগ্রামী ওয়ালোয়ারা নরসিমহা রেড্ডিকে নিয়ে তৈরি এই সিনেমা। ১৮৪৭ সালে ভারতীয় বিপ্লবী নরসিমহা রেড্ডিকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটিতে সাই রা চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীসহ আরো অনেকে।