গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গা উৎসবের
দ্বিতীয় দিনে (রবিবার) রাত ৮ টার দিকে পৌরশহরের জগন্নাথ আখড়া নাট
আঙ্গিনায় দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো.
মহিব্বুর রহমান মহিব। এসময় তার সফরসঙ্গী ছিলেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র
হাওলাদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবর রহমান, থানার ওসি মো: মনিরুল ইসলাম
প্রমূখ।
পূজা মন্ডপ এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে
সাংসদ মহিব বলেন, ’জগন্নাথ আখড়ানাট মন্দিরের বিষয়ে আমার কাছে কোন প্রকার
আবেদনের প্রয়োজন হয় না, যা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। ভবিষ্যতেও
আপনাদের প্রয়োজন অনুযায়ী সকল কাজ করে দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো.
মুনিবর রহমান, জগন্নাথ আখড়ানাট মন্দিরের সাধারন সম্পাদক বিকাশ সাহা।