অনলাইন ডেস্ক : কোটা বহাল রাখার দাবিতে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। সোমবার সকালে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচি থেকে ৫ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হচ্ছে- সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ (ত্রিশ ভাগ) কোটা বহাল রাখা, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ত্রিশ হাজার টাকা করা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল প্রকার কার্যকলাপ বন্ধ করা, মুক্তিযোদ্ধাদের সর্বোস্তরের সরকারিভাবে সম্মান প্রদর্শন করা, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়া।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাবেক কমান্ডার টাঙ্গাইল ইউনিট কমান্ড খন্দকার জহুরুল ডিপটিসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থান কর্মসূচিতে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধারা অংশ নেন।