তোফাজ্জল হোসেনঃ সালেহা আব্দুর রহমান সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১ আগষ্ট প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প,বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও বিশিষ্ঠ সমাজসেবক সুলতানা রাজিয়া বেবি। এ উপলক্ষে সালেহা আব্দুর রহমান সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল নরসিংদী এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় প্রবীণ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে সুলতানা রাজিয়া বেবি’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।