দর্পণ ডেস্ক : সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন- এ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলার সামনে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)।