দর্পণ ডেস্ক : লক্ষ্মীপুরে ঢাকা-রায়পুর মহাসড়ক সংলগ্ন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে চলাচলরত যাত্রী সাধারণ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে মহিলা কলেজের ছাত্রীরা বেশি দুর্ভোগে ছিলো। আর সে স্থানে এখন ফুলের বাগান। শোভা পাচ্ছে সৌন্দর্য। এমন সৌন্দর্য ফিরিয়ে এনেছে বিডি ক্লিন লক্ষ্মীপুর।
সোমবার সকাল থেকে বিডি ক্লিন লক্ষ্মীপুর টিমের অক্লান্ত প্রচেষ্টায় ময়লাগুলো পরিষ্কার করে গড়ে তোলে ফুলের বাগান। শিক্ষার্থীরাসহ বিডি ক্লিনের অর্ধশত সদস্য অংশগ্রহণে এ কার্যক্রম উদ্বোধন করেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন মাহমুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সৌরব হোসেন বিনু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলের সদর প্রতিনিধি আদনান চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিয়ান, ছাত্রলীগ নেতা মাইন উদ্দিন ইফতি, করিমুল হক কনক ক্বারি, বিডি ক্লিন লক্ষ্মীপুরের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত, সহ-সমন্বয়ক আক্তার হোসেন বাপ্পি, মনিটর মাহমুদুল হাসান, মাকছুদুর রহমান, মডারেটর আশরাফুজ্জামান শান্তসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি ক্লিন লক্ষ্মীপুরের সমন্বয়ক সাইদুজ্জামান সৈকত বলেন, ‘সংগঠনটির যাত্রা শুরুর পর গত দুই বছরে সদস্যদের স্বেচ্ছাশ্রমে লক্ষ্মীপুর জেলায় অনেক স্পটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে জেলার সব জায়গা পরিচ্ছন্ন করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেসব স্থান যেন ফের ময়লার ভাগাড়ে পরিণত না হয়, সে বিষয়ে সকলের সচেতনতা দরকার। স্থানীয় প্রশাসন যদি নজরদারি করে তাহলে আমরা পরিচ্ছন্ন লক্ষ্মীপুর গড়তে সক্ষম হবো।’