দর্পণ ডেস্ক : ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন, আপাতত রেনিটিডিন ওষুধ তৈরি, বাজারজাত ও বিক্রি বন্ধ রাখতে উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে কাঁচামাল আমদানিও বন্ধ রাখতে বলা হয়েছে। রেনিটিডিনে ক্যান্সারের উপাদান আছে কিনা তা পরীক্ষা করা হবে বলেও জানান মাহবুবুর রহমান।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক সায়েদুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানি তাদের ওষুধ রেনিটিডিনে এনডিএমএ উপাদান পেয়েছে। এর মাত্রা বেশি হওয়ায় তা ক্যানসার সৃষ্টি করতে পারে। এনডিএমএ রেনিটিডিন ওষুধের মূল কোন উপাদান নয় বলে জানান তিনি।
ওষুধটি উৎপাদন প্রক্রিয়ায় এটি লেগে গেছে অথবা যুক্তরাষ্ট্র যেখান থেকে ওষুধটির কাঁচামাল সংগ্রহ করে সেসবের মধ্যে এনডিএমএ থাকতে পারে। এই কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি কোম্পানি রেনিটিডিন বাজার থেকে প্রত্যাহার করেছে। অধ্যাপক সায়েদুর রহমান মনে করেন, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর উচিত দ্রুত রেনিটিডিনের ল্যাব পরীক্ষা করা।