অনলাইন ডেস্ক : লালমনিরহাটে হৃদরোগে আক্রান্ত হয় বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে। রোববার দিনগত রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। পলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হৃদরোগে আক্রান্ত হওয়া বাবার নাম আব্দুল করিম। বাবার শোকে মারা যাওয়া ছেলের নাম আনোয়ারুল ইসলাম। বাবা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাবা আব্দুল করিম আকস্মিকভাবে হৃদরোগ করে মারা যান। তার বড় সন্তান আনোয়ারুল ইসলাম ঢাকা থেকে ফিরে বাবার লাশ দেখে হার্ট স্ট্রোক করেন। এমন অবস্থায় আনোয়ারুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ছেলে আনোয়ারুল ইসলামও মারা যায়