দর্পণ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের নাগরিকত্ব তালিকা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন।

জাতিসংঘে সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করা দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক সৌজন্যতার হলেও, বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে যথারীতি আলোচনার অংশ হয়ে উঠেছে, অভিন্ন নদীর পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় ইস্যুগুলো। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

এ সময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর করতে পারেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে দুই বন্ধু দেশের প্রধানমন্ত্রীর এই আলোচনাকে অক্টোবরের প্রথম সপ্তাহের শীর্ষ বৈঠকের ওয়ার্ম বলেই মনে করছেন কূটনীতিকরা।