গোফরান পলাশ, পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সেবার
মানোন্নয়নে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ ও কুয়াকাটা ট্যুর অপারেটর
এসোসিয়েশনের (টোয়াক)’র উদ্যোগে সোমবার সকাল ১০টায় মোটর সাইকেল চালকদের
নিয়ে ট্যুরিষ্ট পুলিশ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ
খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য
রাখেন কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের (টোয়াক)’র সভাপতি রুমান
ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও টোয়াক এর
পরিচালক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা পৌর শ্রমিকলীগের সভাপতি মো. আব্বাস
কাজী, সাধারন সম্পাদক মো. হাবিব হাওলাদার প্রমূখ। মতবিনিময় সভায়
মোটরসাইকেল চালকরা তাদের সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানের অনুরোধ জানান।

সভায় পর্যটকদের সাথে মটর সাইকেল চালকদের আচরনবিধি, ভাড়া নির্ধারণ,
পর্যটকদের সেবার মান উন্নয়ন করাসহ পর্যটকদের আকৃষ্ট করতে দিক নির্দেশনা
মুলক পরামর্শ দেয়া হয়। কুয়াকাটা সৈকতসহ পর্যটন এলাকার চালকদের আগামী ৭
দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র ও হেলমেট ব্যবহার করতে
হবে। সৈকতের ছাতা বেঞ্চ এলাকায় কোন মটরসাইকেল চালাতে পারবে না বলে
নির্দেশনা দেয়া হয়।এছাড়া ভাড়ায় চালিত প্রতিটি মোটরবাইক চালককে নম্বরসহ
আলাদা পোশাক পরিধান করতে হবে। মাদক সেবন ও বহনসহ অপরাধমুলক কর্মকান্ডের
সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে সতর্ক করে
দেয়া হয় মতবিনিময় সভায়।