দর্পণ ডেস্ক : র‌্যাব-৩ রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ কোটি ৫ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করেন র‌্যাবের সদস্যরা।

এ বিষয়ে গণমাধ্যমকে র‌্যাব-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কেএম শফিউল্লা জানান, অভিযানের সময় নগদ ১ কোটি ৫ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার সঙ্গে এই দুই নেতা জড়িত রয়েছেন।

মঙ্গলবার গেন্ডারিয়ার বানিয়ানগর ও মুরগিটোলার বাসা থেকে এসব টাকা ও স্বর্ণলঙ্কার জব্দ করা হয়।