দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  আশঙ্কা প্রকাশ করেছেন, চীন যেভাবে তাদের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে, তা বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। একইসঙ্গে আমেরিকার পূর্ববর্তী সরকারকে চীনের এই বাড়বাড়ন্তের জন্য দায়ী করেছেন তিনি।

বর্তমানে চীনের প্রতিরক্ষা বাজের ১৫২ বিলিয়ন মার্কিন ডলার। একধাক্কায় নিজেদের প্রতিরক্ষা বাজেট ৭% বাড়িয়েছে বেইজিং। এবার প্রকাশ্যেই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘গোটা বিশ্বের কাছেই চীন বিপজ্জনক। কারণ, সবচেয়ে দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে ওরা।’ এরপরই ট্রাম্পের কটাক্ষ, ‘সত্যি বললে, ওরা মার্কিন অর্থ ব্যবহার করছে।’

দক্ষিণ চীন সাগরে মার্কিন-চিন দ্বন্দ্ব নতুন নয়। সেই লড়াইয়ে এগিয়ে থাকতে ইতিমধ্যেই নিজেদের প্রতিরক্ষা বাজেট ৭% বাড়িয়েছে বেজিং। বর্তমানে চীনের প্রতিরক্ষা বাজের ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট পদে তার পূর্বসূরিরা চীনেকে বছরে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লুটতে দিয়েছে। ডন বলেন, ‘ওরা চীনকে লুটতে সাহায্য করেছে।’