দর্পণ ডেস্ক : জাতিসংঘে পাকিস্তান কাশ্মীর ইস্যু তুললে প্রত্যুত্তর দেওয়া হবে। মাথা উঁচু করেই ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার খতিয়ান বিশ্বমঞ্চে তুলে ধরা হবে ভারতের পক্ষ থেকে। প্রস্তুত ভারত।

জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে দৃঢ় কণ্ঠে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করলেন জাতিসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।

কাশ্মীর ইস্যুকে তুলে ধরে আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার চেষ্টা জারি রেখেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চকেও ব্যবহার করার সুযোগ পুরোদমে কাজে লাগাতে চাইবে ইসলামাবাদ। ভারত কীভাবে তার মোকাবিলা করবে? জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জাতিসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে কোনও দেশের দৃষ্টিভঙ্গি কী হবে সেই গতিপথ তারাই স্থির করবে। ইমরান খান বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ, সৈয়দ খকন আব্বাসি ও কুরেশির পথেই অনুসরণ করবেন। তাতে কেউ মাথা নিচু করতে পারে। আমাদের দায়িত্ব নিজেদের তুলে ধরা। তারা মাথা নিচু করতে পারে, কিন্তু, আমরা নিজেদের তুলে ধরব।’ তার সংযোজন, ‘নিজেদের তুলে ধরার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা যে মাথা নিচু করব না সে উদাহরণ আমরা আপনাদের আগেও দিয়েছি। ওরা যখন নিচে নামবে আমরা তখন মাথা উঁচু করেই থাকব।’ উদাহরণ দেওয়ার সময় মিশেল ওবামার কথাও টেনে আনেন তিনি।

২১ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিউস্টনে ইন্দো-মার্কিন ভারতীয় গোষ্ঠীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানেই থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর, জাতিসংঘের সাধারণ সভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। তারই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত আকবরউদ্দিন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। স্থানীয় সময়ে শনিবার বিকেলে হিউস্টনের ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্র বিমান ধরার আগে প্রধানমন্ত্রী মোদি ভারত-মার্কিন সম্পর্ক পোক্ত করার বিষয় তুলে ধরেন। জানান, ‘ভারতে যে সব ধরনের সুযোগ রয়েছে তাই বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কাজ করে যাব।’