দর্পণ ডেস্ক : মমতার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। কিন্তু কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এনআরসির মতো বিষয়ে তিনি কেন্দ্রের শাসকদল বিজেপির সম্পূর্ণ বিপরীতেই থাকবেন।

শুক্রবার কলকাতায় ফিরেই এদিন নবান্নে যান মমতা। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলায় উসকানিমূলক মন্তব্য প্রচার করা হচ্ছে। কিন্তু বাংলার সব মানুষ নিশ্চিত থাকুন, এখানে কোনও এনআরসি হবে না।

এনআরসি নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর এতটা ক্ষিপ্ত হয়ে ওঠার কারণ হল, রাজ্যে প্রথম এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন উত্তরবঙ্গের এক যুবক। সকালে ময়নাগুড়ি রেলগেটের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা অন্নদা রায়ের দেহ। পরিবারের অভিযোগ, এনআরসি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তিনি। আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও নানা জায়গায় এনআরসি আতঙ্কে রাস্তায় নেমে পড়ছে মানুষ।

এ খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতেই তিনি মৃত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। তার কথায়, বিজেপি আসলে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই এনআরসির কথা প্রচার করছে। শুনে রাখুন, আপনাদের কারও গায়ে হাত দিতে হলে আগে আমার গায়ে হাত দিতে হবে। বাংলা ছেড়ে কাউকে যেতে হবে না।

মমতা আরও বলেন, আমি বলছি চিন্তা করার কোনও কারণ নেই, আমার ওপর বিশ্বাস রাখুন।