দর্পণ ডেস্ক : রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা ও ক্যাসিনোর তালিকা করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঢাকায় কোনো জুয়ার বোর্ড ও ক্যাসিনো চলতে দেয়া যাবে না। এসব পরিচালনায় যারা জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন- আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে। এসব পরিচালনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনোর সঙ্গে মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে শফিকুল বলেন, ক্যাসিনোতে যারা জুয়া খেলতে আসে তারাই মাদক সেবন করছে। ক্যাসিনো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে মাদক সেবনও বন্ধ হবে। ক্যাসিনো বন্ধ করেও যদি কেউ মাদকের কারবার চালানোর চেষ্টা করে- তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শফিকুল ইসলাম আরও বলেন, আমি এই সপ্তাহেই কমিশনার হিসেবে কাজ শুরু করেছি। আমি তাদের নির্দেশ দিয়েছি, কোথায় কী হচ্ছে, কারা এসব পরিচালনা করছে- তা তালিকা করে জানাতে।