গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় জমি জায়গা নিয়ে বিরোধের
জেওে রুহুল আমিন বিশ্বাস (৭২) নামের এক বৃদ্ধ’র আঙ্গুল কেটে দিয়েছে
দুর্বৃত্তরা। আহত রুহুল আমিন বিশ্বাস উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিন
পানপট্টি  গুপ্তেরহাওলা গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত আঃ মজিদ বিশ্বাসের
ছেলে।

জানা যায়, সম্প্রতি এক বিকেলে নিজ বাড়ির সামনে জমা জায়গা নিয়ে বিরোধের
জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিনকে প্রতিপক্ষরা বেদম মারধর করে
হাতের আঙ্গুল কেটে দেয়। পরে এলাকাবাসী রহুল আমিনকে উদ্ধার করে গলাচিপা
হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা সিকদার জানান, রুহুল আমিন’র ডান
হাতের মধ্যমা আঙ্গুলটি গুরুতর জখম করা হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ’লিখিত অভিযোগ
পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’