দর্পণ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্গজ নাথ এমপির বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য লূৎফুন্নাহার লাকী। বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এসএম ফখরুল ইসলাম ফিরোজ, সদস্য আবু সাঈদ কায়সার দীপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অধ্যাপক দেলুয়ার হোসেন খান শাহানশাহ, সহ-সভাপতি অধ্যক্ষ মিনার হোসেন, যুগ্ম সম্পাদক মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আব্দুল আওয়াল মিন্টু, মো: শেখ মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সুমন তাজ, সদস্য কামাল হোসেন, আবু বকর সিদ্দিক সাগর, হুমায়ন কবির মানিক, ধোবউরা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম, ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া জেলা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পঙ্গজ নাথ এমপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রমূলক মিথ্যা, অপপ্রচার চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসুদ রানা।