অনলাইন ডেস্ক :জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান। আবারও কোটিপতি হলেন তিনি। এর আগে ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি ইউটিউবে বাংলাদেশে প্রথমবারের মতো অডিও কোনো গানের কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে ইউটিউবে এই গানটি দুই কোটিরও বেশিবার দেখা হয়েছে। এরপর ইমরানের গাওয়া সিনেমায় ‘দিল দিল’ শিরোনামে গানটির কোটি ভিউ হয়। আবারও ইমরানের নতুন একটি গানের ভিউ কোটির কাঁটাতার ডিঙিয়ে গেল। গানটির নাম ‘এমন একটা তুমি চাই’।
মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ইমরানের গাওয়া এই গানে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী সাফা কবির। গানটি প্রকাশ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। বর্তমানে গানটির ইউটিউব ভিউ হলো ১ কোটি ৪০ হাজার ৯৩৩।
এ সম্পর্কে ইমরান বলেন, ‘আমি খুব আনন্দিত। একের পর এক খুশির সংবাদ পাচ্ছি। দর্শক শ্রোতাদের ভালোবাসায় আমি অভিভূত। শ্রোতাদের ভালোবাসা নিয়ে আমি আরও বেশি সামনে এগিয়ে যেতে চাই।’