দর্পণ ডেস্ক : ঐশ্বরিয়া অর্জুন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী । তিনি বেড়েও উঠেছেন একটি চলচ্চিত্র পরিবারে। তার বাবা কন্নড়, তামিল, তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক-পরিচালক অর্জুন সরাজ। দাদা কন্নড় সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শক্তি প্রসাদ। এছাড়াও তার পরিবারের অনেকেই চলচ্চিত্রের সঙ্গে জড়িত।
অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় কাজ করেছেন ঐশ্বরিয়া। প্রথম চলচ্চিত্রের পর দীর্ঘ পাঁচ বছরের বিরতি নিয়ে দ্বিতীয় সিনেমায় অভিনয় করেন তিনি। এতে অভিনয় করে ‘সিমা অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন জেতেন এই অভিনেত্রী।