দর্পণ ডেস্ক : রাসেল ডোমিঙ্গো জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে চান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটি হবে টাইগার দলের প্রধান কোচ হিসেবে ডোমিঙ্গোর প্রথম অ্যাসাইনমেন্ট।

বাংলাদেশ দলের অনুশীলনের মঙ্গলবার ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই, আমি জয় দিয়ে শুরু করতে চাই। কেউই পরাজিত হতে চায় না। জয় দিয়ে শুরু করতে পারাটা সত্যিকারার্থেই অনেক বড় কিছু হবে।’

ডোমিঙ্গোর আগে বাংলাদেশ দলের দুই কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং স্টিভ রোডসের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে। উভয় কোচেরই প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ দিয়ে। দুজনের অধীনেই বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল।

তবে ডোমিঙ্গোর অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে দেশের মাটিতে। যেখানে গত তিন বছরে টাইগাররা নিজেদের দুর্গ বানিয়েছে। সঙ্গত কারণেই আত্মবিশ্বাসী হতে পারেন ডোমিঙ্গো এবং তার এখানে ধারা ভাঙ্গার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।

ডোমিঙ্গো বলেন, বাংরাদেশি খেলোয়াড়রা তাদের সঠিক ধারা বজায়ে রাখতে পারলে ম্যাচটি জেতা তাদের জন্য অনেক সহজ হবে।

তিনি বলেন, খেলোয়াড়দের কাজের ধরন এবং সংকল্প তাকে এতটাই সন্তষ্ট করেছে যে তিনি তাদের কাছ থেকে আর বেশি কিছু চাইতে পারেন না।