দর্পণ ডেস্ক : সফরকারী নিউজিল্যান্ড স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে । পাল্লেকেলেতে সিরিজের ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে কিউইরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬১ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় কিউইরা।

১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে দলের চাপ সামাল দেন কলিন ডি গ্রান্ডহোমি ও টম ব্রুস। তাদের ব্যাটিং দৃঢ়তায় দল জয়ের দিকে এগোয়।

১০৯ রানের জুটি গড়েন গ্রান্ডহোমি ও ব্রুস। অর্ধশতক তুলে নেন দুজনেই। দলীয় ১৪৭ রানে গ্রান্ডহোমি ৫৯ রান করে আউট হন। এরপর ৫৩ রান করা ব্রুস রান আউটের শিকার হন।

অবশেষে দুই বল হাতে রেখে ৬ উইকেটে ১৬৫ রান জয় তুলে নিউজিল্যান্ড।