বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দুঃসময়ে সবার আগে সাহস পান মেয়ের কাছ থেকে। সুদূর অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে মেসেজ পাঠিয়ে রাজনীতিবিদ বাবাকে এগিয়ে চলার শক্তি ও সাহস জোগান মির্জা শামারুহ। ফখরুলের দুই মেয়ের মধ্যে বড় শামারুহ। মির্জা ফখরুলের রাজনৈতিক অনুপ্রেরণা তার কাছ থেকেই আসে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এসব কথা জানান।

এসময় জ্যেষ্ঠ কন্যা মির্জা শামারুহের পাঠানো একটি খুদেবার্তা পড়ে শোনান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমি যখনই একটু মন-টন খারাপ করি, তখন আমার মেয়ে ২-৩টা মেসেজ পাঠায়। আজকে সকালেই (বৃহস্পতিবার) আমাকে একটা মেসেজ পাঠিয়েছে সে। আমি তা জানাতে চাই আপনাদের- এটা খুব দরকার।

নেলসন ম্যান্ডেলার ছোট্ট একটা কথা কোড করে মির্জা শামারুহ লিখেছেন, ‘দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং রাইজ নট ইন ফেভার ফেইলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল।’ অর্থাৎ আমরা যখন পড়ে যাই, তখন উঠে দাঁড়ানোটাতেই হচ্ছে গ্লোরি। আর কোনো দিন পড়ি না- এটির মধ্যে গ্লোরি নেই। আমরা পড়ছি আবার উঠে দাঁড়াতে হবে- এটির মধ্যেই আমাদের গ্লোরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সামারুহ বর্তমানে অস্ট্রেলিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রাজনীতিতে ও দেশের মানুষের জন্য মির্জা ফখরুলের ত্যাগ স্বীকারের বিষয়টি তুলে ধরেন শামারুহ। একাদশ নির্বাচনের আগে দেশে এসে মির্জা ফখরুলের নির্বাচনী এলাকায় বাবার পক্ষে ভোটও চান তিনি। বারবার কারানির্যাতিত মির্জা ফখরুলকে মানসিকভাবে দৃঢ় থাকতে অনুপ্রেরণা দিয়ে আসছেন শামারুহ-ই। বাবা কোনো কারণে মন খারাপ করলে মুঠোফোনে খুদেবার্তা পাঠান।