গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি
লি:’র অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান (মহিব) ।

শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাব হল রুমে ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার
উদ্দীন আহমেদ মাসুম বেপারীর সভাপতিত্বে ও সম্পাদক ফিরোজ সিকদারের
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুল
হক মুন্সী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী
অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, উপজেলা
আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি মো:
হুমায়ুন কবির, আ’লীগ নেতা অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস ও কলাপাড়া থানার
ওসি মো: মনিরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মাওলানা মো: মাসুম
বিল্লাহ এবং অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও
বিশেষ অতিথিদের সাথে নিয়ে ভিত্তি প্রস্তর’র ফলক উম্মোচন করেন।