গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের অভ্যন্তরীন
কোন্দলে প্রতিনিয়ত রক্তাক্ত জখম হচ্ছে ছাত্রলীগ সদস্যরা। ছাত্রলীগের
উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন কমিটির পদ প্রত্যাশীরা নিজেদের আধিপত্য ও
প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গত দু’দিনে
৭ ছাত্রলীগ নেতা-কর্মী রক্তাক্ত জখম হয়েছে। ছাত্রলীগের এ অভ্যন্তরীন
কোন্দলের নেপথ্যে ক্ষমতাসীন আ’লীগের অভ্যন্তরীন কোন্দলকেই দায়ী করছেন
রাজনৈতিক বিশ্লেষকরা।
জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে তেগাছিয়া
বাজারে বৃহস্পতিবার রাতে স্থানীয় ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী রায়হান পাহলান (২৩) ও কাজী হাসানকে
(১৮) কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগের অপর গ্রুপ। এ ঘটনার
জন্য ছাত্রলীগের অপর গ্রুপের কর্মী মো. রাকিবুল ইসলাম, কাজী আরিফ ও রিপন
বয়াতীকে দায়ি করেছে আহতরা। গুরুতর আহত দু’জনকে প্রথমে কলাপাড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। রায়হানের অবস্থা খুবই শঙ্কাজনক।
তাকে জরুরী ভাবে বরিশাল থেকে ঢাকায় প্রেরন করা হয়েছে।
অপরদিকে রায়হান সমর্থকরাও রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে কলাপাড়া
থানার ওসি মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তাকে প্রথমে বরিশাল শেবাচিম
হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাকেও অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকায় পাঠানো
হয়। বর্তমানে এ ঘটনায় তেগাছিয়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় কাজী রফিক জানায়, রামদার কোপে রায়হান পাহলানের পেটের ভুড়ি বের
হয়ে গেছে। এ ছাড়া তাঁর ডান হাতে দু’টি, বাম হাতে দু’টি এবং হাঁটুর নিচের
অংশে ক্ষতবিক্ষত হয়েছে। কাজী হাসানের পিঠের পিছনের অংশে রামদার কোপে
মারাত্মক জখম হয়েছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় পুলিশ ইউপি মেম্বার ও
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বয়াতি ও হাবিব নামের
অপর এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে।
এছাড়া বুধবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে বশার
হাওলাদার (২০), কামরুল হাওলাদার (২১), জহির হাওলাদার (২০) ও আলাউদ্দীন
(৩০) সহ চার জনকে রক্তাক্ত জখম করা হয়। এসময় শামিম গাজী নামের এক
ব্যবসায়ীর প্রসাধনীর দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে বশার ও কামরুল
নামের দুই ছাত্রলীগ নেতার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এর আগে ছাত্রলীগ নেতা শুভকে কুপিয়ে জখম, আশিক তালুকদারের উপর সন্ত্রাসী
হামলা হয়েছে। এসব ঘটনায় মামলা করা হলেও অভ্যন্তরীন কোন্দল আরও তীব্র
গতিতে মাথা চাড়া দিয়ে উঠেছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রেফায়েত হোসাইন
বলেন, মিঠাগঞ্জের ঘটনায় আহত দু’জনের অবস্থাই গুরুতর। এ কারণে উন্নত
চিকিৎসার জন্য তাদের দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমদ বলেন, ‘খবর
পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্্ের গিয়েও আহত দু’জনকে পুলিশ দেখে এসেছে। এ ঘটনার যারা অপরাধী,
তাদের ধরে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’