কাস্টিং কাউচের ঘটনা বলিউডে নতুন নয়। বড় কোনও সেলেব্রিটির আত্মীয় না হলে কাস্টিং কাউচের পাল্লায় নাকি পড়তেই হয়। প্রযোজক বা পরিচালকরা নাকি অনেকেই নবাগতদের বিছানায় যাওয়ার আহ্বান জানান। কিন্তু প্রতিবাদ করে না কেউ। প্রত্যেকেরই তো প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা থাকে। কাস্টিং কাউচের এই গেরোয় নাকি ফেঁসেছিলেন অভিনেত্রী বিদ্যা বালানও। সম্প্রতি এনিয়ে মুখ খুলেছেন তিনি।

বিদ্যা বালান-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী । ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে মিশন মঙ্গল ছবি করে জনপ্রিয়তায় আরও এক ধাপ এগিয়ে গেছেন বিদ্যা বালান। ছবিটি মুক্তির পর একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বসেছিলেন বিদ্যা বালান। সেখানেই নানা কথা বলতে গিয়ে কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই অভিনেত্রী।

পুরনো কথা মনে করে বিদ্যা বলেছেন, ‘আমার একটা দিন মনে পড়ছে চেন্নাইয়ে, এক পরিচালক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বলেছিলাম চলুন কফি শপে বসে কথা বলি, কিন্তু তিনি ক্রমাগত আমাকে বলছিলেন হোটেল রুমে যেতে। আমি উঠে আমার ঘরের দরজাটা খুলে দিয়েছিলাম, তারপরই পাঁচ মিনিটে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।’