দর্পণ ডেস্ক : নুসরাত ফারিয়া নতুন সিনেমার শুটিংয়ের জন্য এক মাসের জন্য পশ্চিমবঙ্গের কলকাতায় যাচ্ছেন। সেখানে ভয় নামের নতুন একটি সিনেমায় কাজ করছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা। এর আগে এই অভিনেতার সঙ্গে ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন ফারিয়া।

নুসরাত ফারিয়া জানান, এটি থ্রিলার ধাঁচের সিনেমা। এ ধরনের সিনেমায় আগে অভিনয় করা হয়নি। একটানা কাজ শেষ করে তবেই ঢাকা ফিরব।

থ্রিলারধর্মী এ ছবিটিতে নায়ক অঙ্কুশকে দেখা যাবে একজন সাঁতারের প্রশিক্ষক হিসেবে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম অর্জন করবে, এটাই অঙ্কুশের স্বপ্ন। কিন্তু তার জীবনে নেমে আসে ভয়। তার অসুস্থ বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আর কীভাবে ফারিয়া ভয়মুক্ত করলেন অঙ্কুশকে, সেটাই দেখা যাবে ছবিতে। ভয় ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ।