দর্পণ ডেস্ক : চলতি বছরের মার্চেই ঘরোয়া পরিবেশে ‘আকদ’ সেরে ফেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। সে সময় তিনি বলেছিলেন, ‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’ এবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন তিনি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে সাব্বিরের বৌভাত অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে পালকিতে চড়ে আসেন সাব্বিরের স্ত্রী মালিহা তাসনিম অর্পা। এতে ঘনিষ্ঠজনসহ অনেকেই আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন।