দর্পণ ডেস্ক :  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শহীদ হওয়া স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও দলের সিনিয়র নেতাদের নিয়ে কবরের সবুজ গালিচায় ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় ফাতিহা পাঠ ও মোনাজাত করা হয়।

পরে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদেরসহ অন্যরা।