গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদের বিশেষ ভিজিএফ’র চাল
চুরি ও আত্মসাত চেষ্টার অভিযোগে বাংলাদেশ দন্ডবিধি ও দুর্নীতি দমন কমিশন
আইনের মামলায় আটক হওয়া চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির
কেরামত’র জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন
আদালত। বৃহস্পতিবার (৮আগষ্ট) অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কেরামত’র জামিন
শুনানী শেষে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: শিহাব
উদ্দীনের আদালত তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।

এর আগে বুধবার বিকেলে ঈদের বিশেষ ভিজিএফ এর চাল চুরি ও আত্মসাত চেষ্টার
অভিযোগে কলাপাড়ার ইউএনও মো. মুনিবুর রহমান’র নেতৃত্বে উপজেলা প্রশাসন
পূর্ব-চাকামইয়া গ্রামের দুই স্পটে অভিযান চালিয়ে মোট ১৫ বস্তা চাল ও চাল
রেখে পুকুরে ফেলা ১০টি খালি বস্তা উদ্ধার করেন। এসময় সন্দেহভাজন হিসেবে
মো. জামাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর সুনির্দিষ্ট তথ্যের
ভিত্তিতে ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যান, মেম্বর সহ সহ ৫ জনকে
আসামী করে দন্ডবিধি ও দুদক আইনে থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার
চেয়ারম্যান সহ আটক দু’জনকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ আদালতে আসামীদের
পক্ষে জামিন শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট মো: সাইদুর রহমান। বিজ্ঞ আদালত
শুনানী শেষে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে
প্রেরনের আদেশ দেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকার ১৫ কেজি করে ঈদের জন্য বিশেষ ভিজিএফ’র
চাল দিলেও তদারকি কর্মকর্তার সামনে বসে সর্বোচ্চ ১০ কেজি করে চাল দেয়া
হয়েছে। এছাড়া অর্ধেক মানুষ কোন চাল পায়নি। অথচ সরকারী তদারকি কর্মকর্তার
উপস্থিতিতে এ অনিয়ম হলেও তিনি রহস্যজনক কারনে নিশ্চুপ ছিলেন। তাই
সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী
তোলেন স্থানীয়রা।