দর্পণ ডেস্ক : মিঠুন চক্রবর্তী ঢালিউড, টলিউড ও বলিউড, সবখানেই তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। তবে নায়ক মিঠুন চক্রবর্তীর সাফল্যের যতো ইতিহাস তার অধিকাংশই লেখা আছে বলিউডে। শ্রীদেবীর সঙ্গে তার জুটি ছিল অনবদ্য। তবে বর্তমানে কলকাতার চলচ্চিত্রেই বেশি দেখা যায় তাকে। এবার শোনা যাচ্ছে মিঠুনের কন্যা দিশানি নাম লেখাচ্ছেন চলচ্চিত্রে। তার শুরুটা হবে হিন্দি চলচ্চিত্র দিয়ে।

বলিউডের বিরাট সাম্রাজ্য হরহামেশাই স্টারকিডের অভিষেক হচ্ছে। এবার সেই পথেই পা বাড়াতে চলেছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি।

সম্প্রতি নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অভিনয় শিক্ষাও শেষ করেছেন দিশানি। ফ্যাশন সেন্সেও পিছিয়ে নেই তিনি। তার সাজগোজ দেখে অনেকেই তাকে আগামী দিনের ফ্যাশনিস্তাই বলছেন।