দর্পণ ডেস্ক : মদ্যপ এক শিক্ষকের ক্লাসে ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের যশপুর জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষক ক্লাসে আসবেন, শিক্ষার্থীদের পড়াবেন এটাই তো হবার কথা। কিন্তু না, শিক্ষক ক্লাসে ঢুকে চেয়ারে বসলেন এবং টেবিলে মাথা রেখে আরামসে ঘুমিয়ে পড়লেন। যেনো ঘুমানোর জন্যই তিনি এসেছেন। ছাত্র-ছাত্রীরা ডাকাডাকি করেও ঘুম বাবুর ঘুম ভাঙাতে পারলেন না।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ। ভিডিওটি দেখে শুধু হাসি-ঠাট্টা নয় শিক্ষকের কঠোর সমালোচনা করছেন ভারতীয়রা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসে ঢোকার পরপরই ঘুমিয়ে পড়েন ওই শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে টের পাচ্ছেন না তিনি। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতেই চমকে যান।
তবে ওই শিক্ষক ঘুম ভাঙার পর তার বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলরাম ধ্রুব বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে পেলেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।