দর্পণ ডেস্ক : মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন আওতাভুক্ত যেসব অঞ্চল সেখানে জাভেদ জারিফের সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এজেন্ডা বেপরোয়াভাবে বাস্তবায়ন করে চলেছেন জাভেদ জারিফ।
অপরদিকে টুইটারে এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়েছেন জাভেদ জারিফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে হুমকি বলে মনে করে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞা তার বা তার পরিবারের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন জারিফ। তিনি বলেছেন, ‘ইরানের বাইরে আমার কোনো সম্পদ বা স্বার্থ নেই।’
২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে।
গত ২০ জুন আমেরিকার একটি চালকবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করে ইরানি বাহিনী।
সম্প্রতি ইরান উপকূলের সংকীর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলপথে বেশ কয়েকটি ঘটনা দুই দেশের বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।