দর্পণ ডেস্ক : গত ২৮ মে তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ আলী নাজাফির দ্বিতীয় স্ত্রী মিতরা ওস্তাদকে তার বাসায় মৃত পাওয়া যায়। নাজাফি তাকে গুলি করে হত্যার কথা স্বীকার করেন।

ইরানের আইন মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম হোসেইন এসমায়েলি নাজাফিকে মৃত্যুদণ্ড দেয়ার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মৃত্যুদণ্ডের বিষয়টি সাবেক মেয়রের পরিবারকে জানিয়ে দেয়া হয়েছে।

এ ছাড়া অস্ত্র রাখার দায়ে নাজাফিকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ১৩ জুলাই তেহরান অপরাধ আদালতে মেয়র নাজাফির বিচার শুরু হয়। স্ত্রীকে হত্যার পর নাজাফি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং হত্যার কথা স্বীকার করেন। স্ত্রী মিতরাকে কয়েক দফা গুলি করেন মেয়র নাজাফি। এ ধরনের সন্ত্রাসের ঘটনা তেহরানে খুব বিরল। গত বছর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নাজাফি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।