দর্পণ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। টানা তিন আসর পর ঢাকা ডায়নামাইটস ছাড়লেন সাকিব।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স।

এ সময় রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিমের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে, বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ আসর থেকে ঢাকার হয়ে টানা তিন আসরে অংশ নেয়ার পর আবারও রংপুরে ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এক প্রশ্ন নিশ্চয় জাগছে ভক্তদের মনে, সর্বশেষ আসরে রংপুরের অধিনায়ক ছিলেন মাশরাফি। তবে কি মাশরাফি রংপুর রাইডার্সকে না করে দিয়েছেন। নাকি তিনি অন্য কোন দলে যাবেন?