দর্পণ ডেস্ক : আজ সোমবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সকাল ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকালে ভাটিয়াপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং আহত একজনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের হাসপাতালে নেয়া হয়।