রাজধানীর হাজারীবাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী।
সোমবার ভোর ৫টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে মেডি ডেন্টাল রোডে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন (২২)। তার অন্য কোনো পরিচয় জানা যায়নি।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার যুগান্তরকে জানান, শিকদার মেডিকেলের পাশে মেডি ডেন্টাল রোডে গুলিবিদ্ধ অবস্থায় একজন পরে আছে এমন খবর আসে থানায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, সুমন একজন অস্ত্র ব্যবসায়ী। ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় সে। নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানানো হয়নি।