অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের জালালাবাদে সরকারি অফিসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আজ বিকেলে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে দেশটির সরকারি শুল্ক ও অর্থ বিভাগে এ হামলা চালায় সন্ত্রাসীরা। খবর আল-জাজিরা।

জানা যায়, জালালাবাদের স্পেশাল নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধে অভিযান চালায়। এসময় পুরো এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ এখনও চলছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।