দর্পণ ডেস্ক : মঙ্গলবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কথানিশ্চিত করেছেন রাজ্যের প্রসিকিউটর।
বিমানটি উড্ডয়নের পর একটি কৃষিজমির ওপর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী কর্মকর্তারা। তারা বিধ্বস্ত বিমানের ভেতর থেকে তিন পুরুষ এবং এক নারীর লাশ উদ্ধার করেছেন।
প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পাইলটসহ চার আরোহী নিহত হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ধর্মযাজক ছিলেন। তিনি আরও দু’জনের সঙ্গে প্রতিবেশী দুরাংগো রাজ্যে সফরে যাচ্ছিলেন।