দর্পণ ডেস্ক : কলম্বোয় লঙ্কান বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সহজেই জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। বোর্ড একাদশের দেয়া ২৮৩ রানের লক্ষ্য ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৫০ রান। এছাড়া তামিম ইকবাল ৩৭, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৩ রান করেন। সাব্বির রহমান ৩১ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৫ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বিপক্ষে মূল সিরিজের আগে এটি ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচ।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান সংগ্রহ করে লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন সৌম্য সরকার ও রুবেল হোসেন। এছাড়া ১টি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন দানুশ শানাকা।
এছাড়া ৫৬ রান আসে শেহান জয়াসুরিয়ার ব্যাট থেকে। এ প্রস্তুতি ম্যাচে দুই দলেরই ১৩ জন করে খেলোয়াড় খেলেছেন। তবে ব্যাটিং ও বোলিং করতে পেরেছেন নির্দিষ্ট ১১ ক্রিকেটার।