দর্পণ ডেস্ক : এবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। নেত্রকোনাা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ শনিবার বিকালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বন্যা কবলিত শাল্লোকান্দা, কুঁড়ের পাড় এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় বন্যাপীড়িত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, গুড় ও বিস্কুট।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোবায়েল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্রদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের পাশাপাশি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে নেত্রকোনার কৃতী সন্তান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি মহোদ্বয়ের অনুপ্রেরণায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। সকলের উচিত এই মুহূর্তে অসহায় বন্যাপীড়িতদের সাহায্যার্থে তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

ত্রাণ বিতরণকালে তার সাথে ছিলেন স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, সাইফুল ইসলাম শুভ্র, মোঃ ইব্রাহিম, ওবায়দুর রহমান মুন্না, পিয়াস মাহমুদ, লুৎফর হাসান, তরিকুল ইসলাম, শেখ সারোয়ার সুমন, রফিকুল ইসলাম রুবেল, শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক উপ-সম্পাদক আবীর মিঠুন, জাকির হোসেন, সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, তানভীর হাসান বাঁধন, জাহিদ হাসান প্রান্ত, জাহিদুল হাসান ঝিকু, সাইফুল ইসলাম লালন, শাহ্ আলম, সাইনুল হক তুহিন, আলম শিকদার প্রমুখ।