দর্পণ রিপোর্ট : ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পটুয়াখালীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছে শহীদুল ইসলাম ও জহির রায়হান। শুক্রবার সংগঠনটির মাসিক সাধারণ সভায় পাঁচ সদস্য বিশিষ্ট এ অাংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণা করে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সরদার অাল মামুন সভা সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অাবদুল্লাহ অাল অাবিদ। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার শান্ত সহ সংগঠনের বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী, তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় ও জহির রায়হান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, তার বাড়ি কলাপাড়া উপজেলায়। অাংশিক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দীন উজ্জ্বল (সরকারি কবি নজরুল কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল অাহমেদ (সরকারি তিতুমীর কলেজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (ঢাকা কলেজ)। এর অাগে কমিটির অনুমোদন দেয় পটুয়াখালী জেলা সমিতি, ঢাকা এর সভাপতি মেজর(অবঃ) ইকবাল হোসেন খান ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ।