দর্পণ ডেস্ক : ধড়ক ছবির মাধ্যমে নবাগত জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরের অভিষেক ঘটে হিন্দি চলচ্চিত্রে। দুজনেরই প্রথম ছবি ছিল এটি। যদিও খট্টর এর আগেই ইরানি পরিচালক মাজিদ মাজিদির হাত ধরে সিনেমায় নেমে গেছেন। তবে একেবারেই ঘরের ছবিতে এটিই ছিল প্রথম সিনেমা। সেই জুটি আবার এক হচ্ছে নতুন ছবিতে।
করণ জোহর নতুনদের নিয়ে কাজ করতে সিদ্ধহস্ত। করণের আগামী ছবিতেই দেখা মিলতে পারে জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টরের। আগামী বছরটি ধর্ম প্রডাকশনের জন্য সুখবর বটে। প্রতিষ্ঠানটির ব্যানারে আসছে একাধিক বড় ছবি। জাহ্নবী এবং ঈশানের ছবিটি হবে রোমান্টিক থ্রিলার ঘরানার। ছবিটি পরিচালনা করবেন বিজয় নাম্বিয়ার।
ধড়ক ছবিতে দুজনের প্রেমে মুগ্ধ ছিলেন দর্শকরা। আবার রোমান্টিক জুটি হিসেবেই দেখা যাবে তাদের।