দর্পণ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসরে খুলনার হয়ে মাঠে নামবেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। সামাজিক যোগাযোগমাধ্যম খুলনা টাইটানসের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়াটসনের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়, ‘গর্বের সঙ্গে শহরের নতুন টাইটানকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন খুলনা টাইটানসের সরাসরি বিদেশি চুক্তির একজন হিসেবে বিপিএলের ২০১৯-২০ সৌসুম খেলবেন।’

ওয়াটসনকে নিয়ে খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, খুলনা টাইটানস কর্তৃপক্ষ শেন ওয়াটসনকে দলে ভেড়াতে পেরে বেশ আনন্দিত। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। দেশ ও বিশ্বজুড়ে খেলা ফ্র্যাঞ্চাইজি দলগুলোর হয়ে অনেক শিরোপা জিতেছেন তিনি।

খুলনায় যোগদানের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সাবেক অজি অলরাউন্ডার ওয়াটসন বলেন, ‘আমি শেন ওয়াটসন। আমার কাছে দারুণ রোমাঞ্চকর একটি খবর আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে আমি খুলনা টাইটানসের হয়ে খেলতে আসছি। আমি দারুণভাবে রোমাঞ্চিত হয়ে আছি আসন্ন বিপিএলে খেলার জন্য। সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলে এবং কোয়ালিটি ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য আমি আসছি। খুলনা টাইটানসের কোচিং ও ব্যবস্থাপনা একটি দারুন দল গড়েছে। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো। শিগগিরই দেখা হবে।’