দর্পণ ডেস্ক : বছরজুড়ে ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটালেও কার্যত তেমন কোনো ফল পাননি নগরবাসী। উল্টো ক্রমেই ভয়াবহ হচ্ছে এ রোগের প্রকোপ। ঘটছে মৃত্যুও। এ অবস্থায় সমালোচনার মুখে পড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আজ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম নামানোর সিদ্ধান্ত নিয়েছে। এই টিম ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেবে।

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্য ওষুধ সরবরাহ এবং পরামর্শ দিতে ১৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত পক্ষকালীন স্বাস্থ্যসেবা চলবে।

রাজধানীতে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শুধু রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫২ জন রোগী।

নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক নয়, প্রতিরোধেই কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে এমন কার্যক্রম জনগণের সঙ্গে আরেকটা উপহাস হবে। তারা বলছেন, ‘একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান যখন মশা বা তার রোগ প্রতিরোধের কাজে কোটি টাকা খরচ করেও ব্যর্থ হয়, তখন সেটি যেমন দুঃখজন। তেমনি প্রতিষেধক নিয়ে যখন মাঠে নেমে আরও অর্থ খরচ করা হবে কিন্তু স্থায়ী সমাধান মিলবে না তাও দুঃখজনক।’

এদিকে নগরবাসী বলছেন, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ওষুধ দেওয়া হবে এটা নিশ্চয় ভালো উদ্যোগ। কিন্তু যারা এখনও সুস্থ আছেন তারা যে এ রোগে আক্রান্ত হবে না সেটি নিশ্চিত করবে কে?

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা ডিএসসিসি এলাকার সর্বত্রই মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু নগরবাসীর একটা অভিযোগ মশার ওষুধ কাজ করছে না আশানুরূপভাবে। তাই বিষয়টি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্টদের জানিয়েছি। কারণ আমরা সরকারিভাবেই এসব ওষুধ তাদের কাছ থেকে সংগ্রহ করি। তাই তারা বিষয়টি অবগত হয়েছেন এবং তারা ওষুধগুলো ল্যাবে পরীক্ষার জন্য নিয়েছেন। তারা আমাদের জানিয়েছেন যদি ওষুধগুলো মানহীন হয় তাহলে নতুন ওষুধ দিবে। কিন্তু তা পেতেও কিছুটা সময় লাগবে। তাই এ সময়ে যাতে রোগটি ব্যাপকতা বিস্তার করতে না পারে সেজন্য আমরা নিজ উদ্যোগে নগরবাসীকে চিকিৎসা সেবা দেব। তাই যদি কোনো নগরবাসী ডেঙ্গু রোগে আক্রান্ত হন তাহলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলে বিনামূল্য চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম।’

গত ১৪ দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৬৪ জন। যা গত পুরো মাসে ডেঙ্গু রোগে আক্রান্তের দেড় গুণ। জানুয়ারি মাসে এ রোগে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯ জন। আর এরই মধ্যে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত  তিনজনের মৃত্যু হয়েছে।